

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা ২০ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) উপজেলার দিলালপুর ইউনিয়নের মাইজপাড়া গ্রামে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যুক্ত হন।
অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির এবং কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. রমজান আলী।
এ সময় তিনি বলেন, আদর্শভিত্তিক রাজনীতি ও মানবকল্যাণে কাজ করার লক্ষ্যে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যার ফলেই বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা দলে যোগ দিচ্ছেন।
জামায়াতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জসিম উদ্দিন ভূইয়া, বাইজিদ ভূইয়া, কাজী রাব্বি, ফাইজুল ইসলাম ভূইয়া, রাসেল ভূইয়া, বাবুল মিয়া, খাইরুল ইসলাম, আলী, জসিম ও আরাফাতসহ আরও অনেকে।
দিলালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. মোবারক উল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাজিতপুর উপজেলা শাখার সাবেক সভাপতি নূর মোহাম্মদ এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হিজবুল্লাহ। এছাড়াও জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নতুন সদস্যরা জামায়াতে ইসলামের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন
