শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় দিকভ্রান্ত হয়ে যমুনায় আটকে পড়া ৪৭ বরযাত্রী উদ্ধার

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম
বরযাত্রী
expand
বরযাত্রী

ঘন কুয়াশার কারণে দিক হারিয়ে যমুনা নদীর মাঝখানে দীর্ঘ সময় আটকে থাকা শিশুসহ ৪৭ জন বরযাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তারা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এলাকায় পৌঁছান।

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে বগুড়ার সারিয়াকান্দী থেকে জামালপুরের মাদারগঞ্জগামী একটি বরযাত্রীবাহী নৌকা যমুনা নদীর মাঝপথে থেমে যায়। চারপাশে ঘন কুয়াশা আর তীব্র শীতের কারণে নৌকার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের কষ্ট বেশি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামের সানোয়ার হোসেনের ছেলে নিলয় হাসান ছানির (২০) বিয়ের আয়োজন উপলক্ষে বরযাত্রীরা বগুড়া শহরের সাবগ্রামের চারমাথা এলাকায় যান। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর-কনেসহ সন্ধ্যা ৬টার দিকে তারা সারিয়াকান্দী উপজেলার কালীতলা ঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকায় মাদারগঞ্জের উদ্দেশে রওনা দেন।

নৌকাটি মাঝনদীতে পৌঁছানোর পর হঠাৎ ঘন কুয়াশা নামলে মাঝি দিকনির্দেশনা হারিয়ে ফেলেন। রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত অনেক চেষ্টা করেও কোনো কূলকিনারা পাওয়া যায়নি। একপর্যায়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করা হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তাৎক্ষণিক সহায়তা মেলেনি। শেষ পর্যন্ত নিরাপত্তার কথা বিবেচনায় নৌকাটি নদীর মাঝেই নোঙর করে রাখা হয়।

নৌকাটিতে ১৭ জন নারী ও ৯ জন শিশুসহ মোট ৪৭ জন যাত্রী ছিলেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কুয়াশা কিছুটা কমলে দুটি বিকল্প নৌকার সহায়তায় সবাই নিরাপদে জামথল ঘাটে পৌঁছাতে সক্ষম হন।

বরযাত্রীদের একজন রফিকুল ইসলাম জানান, কুয়াশার কারণে মাঝি পথ হারিয়ে ফেলায় ঝুঁকি না নিয়ে নৌকাটি নদীতেই থামিয়ে রাখা হয়। সারারাত সেখানেই থাকতে হয়। সকালে নিরাপদে তীরে পৌঁছাতে পেরে সবাই স্বস্তি প্রকাশ করেন।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, ঘন কুয়াশার কারণে যমুনায় আটকে পড়া নৌকার যাত্রীরা সবাই সুস্থ অবস্থায় ফিরে এসেছেন। দীর্ঘ সময় তীব্র শীতের মধ্যে নদীতে অবস্থান করলেও কোনো বড় দুর্ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, শীত ও কুয়াশার সময় বিশেষ করে রাতের বেলায় নৌপথে চলাচল থেকে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X