শুক্রবার
২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম
ইয়াসিন ইন্টার প্রাইজ নামক ঝুট গোডাউনে অগ্নিকাণ্ড
expand
ইয়াসিন ইন্টার প্রাইজ নামক ঝুট গোডাউনে অগ্নিকাণ্ড

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বাগান এলাকায় ইয়াসিন ইন্টার প্রাইজ নামক ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘঠেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৩টায় মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাগানবাড়ী এলাকায় ছাপড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৩টায় কোনাবাড়ী থানাধীন বাগানবাড়ী এলাকায় ছাপড়া মসজিদ সংলগ্ন ইয়াসিন ইন্টার প্রাইজ নামক একটি গোডাউনে আগুন লাগে।

পরে তা মূহুর্তের মধ্যে পুরো গোডাউনে আগুন ছড়িয়ে পডলে প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেস্টা করে।

পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সহয়তায় সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

সারাবো মর্ডান ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ী ও মর্ডান ফায়ার সার্ভিসের ৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন।

বর্তমানে ড্রামপিংয়ের কাজ চলছে। তিনি বলেন,পানি সংকট থাকায় আগুন নেভাতে বেক পোহাতে হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ জানা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X