শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে গ্রুপ নির্ণয় ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

গাজীপুর সিটি প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০২:২৮ পিএম
কোনাবাড়ী বাসী ব্লাড ফাউন্ডেশন
expand
কোনাবাড়ী বাসী ব্লাড ফাউন্ডেশন

গাজীপুরের কোনাবাড়ীতে রক্তের গ্রুপ নির্ণয় ও ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি—দুটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য বিষয়কে সামনে রেখে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করেছে ‘কোনাবাড়ী বাসী ব্লাড ফাউন্ডেশন’।

বৃহস্পতিবার সকালে মোহাম্মদ ইমারাত হোসেইন আরিফ কলেজ প্রাঙ্গণে কোনাবাড়ী বাসী ফেসবুক গ্রুপের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল থেকেই শিক্ষার্থী, শিক্ষকদের উপস্থিতিতে কলেজ চত্বর এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

আয়োজকরা জানান, কর্মসূচির অংশ হিসেবে আজ এক হাজার শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হবে। বেশ কয়েকজন দক্ষ স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে রক্তের নমুনা পরীক্ষা করান। রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি মুহূর্তে রক্তদানে বা গ্রহণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সহজ হবে এ বিষয়টি শিক্ষার্থীদের বিস্তারিতভাবে বোঝানো হয়।

কর্মসূচিতে শুধু রক্তের গ্রুপ নির্ণয় নয়, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাও ছিল মূল উদ্দেশ্য। ডেঙ্গুর লক্ষণ, করণীয়, পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব, এডিস মশার প্রজনন প্রতিরোধে করণীয়, জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার প্রয়োজনীয়তা—এসব বিষয়ে শিক্ষার্থীদের মাঝে ধারণা দেয়া হয়। পাশাপাশি স্বেচ্ছাসেবকরা ছোট ছোট গ্রুপে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন এবং ডেঙ্গু প্রতিরোধে পরিবার ও সমাজকে কীভাবে সচেতন করা যায়, সে বিষয়েও দিকনির্দেশনা দেন।

কোনাবাড়ী বাসী ফেসবুক গ্রুপের সদস্যরা জানান, তারা সবসময়ই সেবামূলক কাজকে অগ্রাধিকার দেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। তাদের ভাষায়, “মানুষের জন্য কিছু করার লক্ষ্য থেকেই আমরা এই আয়োজন করেছি। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে আরও বিস্তৃত উদ্যোগ নিয়ে কাজ করতে চাই।”

অভিভাবকেরা বলেন, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করে এবং সমাজের প্রতি দায়িত্ববোধ বাড়ায়। এক অভিভাবকের ভাষায়, “শুধু বইয়ের জ্ঞান নয়, এ ধরনের সামাজিক কাজে অংশগ্রহণই শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।”

অভিভাবকরা এমন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের কার্যক্রম হলে সচেতনতা বৃদ্ধি পাবে এবং এডিস মশা ও ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমে আসবে।

রক্তের গ্রুপ নির্ণয় ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ছড়িয়ে দিতে কোনাবাড়ী বাসী ফেসবুক গ্রুপের এই আয়োজনকে এলাকাবাসী মানবিক ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন।

উল্লেখ্য যে, কোনাবাড়ি বাসী ফেইসবুক গ্রুপ ২০২১ সালে যাত্রা শুরু করে, তার পর থেকে বিভিন্ন ধরনের নিয়োজিত আছেন। কোনাবাড়ি ব্লাড ফাউন্ডেশন বছরে প্রায় ১০০০ ব্যাগ ব্লাড দিয়ে থাকেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X