মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অভিভাবক-শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত বিদায়ী প্রধান শিক্ষক

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম
প্রধান শিক্ষক ইলিয়াস আহম্মেদ
expand
প্রধান শিক্ষক ইলিয়াস আহম্মেদ

দীর্ঘদিনের কর্মজীবনের ইতি টেনে অবসর গ্রহণ করলেন ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্ব শৌলডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আহম্মেদ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে তাঁকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও স্মৃতিচারণের মধ্য দিয়ে প্রধান শিক্ষক ইলিয়াস আহম্মেদের দীর্ঘ শিক্ষকতা জীবনের অবদানকে সম্মান জানানো হয়। আবেগঘন পরিবেশে অনেক শিক্ষার্থী ও সহকর্মী তাঁকে বিদায় জানাতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইলিয়াস আহম্মেদ একজন আদর্শ শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর দক্ষ নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

বিদায়ী বক্তব্যে ইলিয়াস আহম্মেদ বলেন, এই বিদ্যালয় ও শিক্ষার্থীরাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আপনাদের ভালোবাসা আমাকে আজীবন অনুপ্রেরণা জোগাবে। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X