বৃহস্পতিবার
০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চকরিয়ায় প্রধান শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায়

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ পিএম
প্রধান শিক্ষককে ঘোড়ার গাড়িতে ছড়িয়ে রাজকীয় বিদায়
expand
প্রধান শিক্ষককে ঘোড়ার গাড়িতে ছড়িয়ে রাজকীয় বিদায়

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মোরশেদুল আলমকে ঘোড়ার গাড়িতে ছড়িয়ে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানিয়েছে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।

প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ে প্রধান শিক্ষক মুরশেদুল আলমের অবসর জনিত বিদায়, বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাষ্টার আবুল কাশেম ফারুক, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম শফিকুর রহমান (মরণোত্তর), অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব জহির আহমদ, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি কামাল হোসেনের (মরণত্তোর), সাবেক সহকারী শিক্ষক মোহাম্মদ হোসেন ও চিত্তরঞ্জন এর বিদায় এবং সাবেক সভাপতি নজির আহম, সিরাজ উদ্দিন আহমদ ও আবুল মনসুর মোঃ মহসিন, শিক্ষানুরাগী ও কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আহ্বায়ক আকতার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সুব্রত কান্তি রুদ্র এবং সদস্য এনামুল হক নয়নের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন মোঃ আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এ.এস.এম মনির উদ্দিন, দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সিরাজ উদ্দিন আহমেদ, দর্পন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির পরিচালক তাপস রুদ্র, অত্র বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোহাম্মদ হোসাইন, চিত্র রঞ্জন রুদ্র, সাবেক সভাপতি মাওঃ নজির আহমদ, সাবেক সভাপতি ও দাতা সদস্য সাংবাদিক আবুল মনসুর মোঃ মহসিন, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মিজানুর রহমান, রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সাহেদুল মোস্তফা, প্রাক্তন ছাত্র মোসলেম উদ্দিন মোস্তাক, নাপিতখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল হোসাইন নূরী, পিএইপি স্টীল কমপ্লেক্স সীতাকুণ্ডের উপ-ব্যবস্থাপক ইন্জি. জয়দেব শীল (অর্জুন), চাটখিল থানার অপারেশন অফিসার অজয় দেব শীল, ডা. হিমেল রুদ্র হিমু (এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ও ডা. তৌহিদুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক মাষ্টার মোরশেদুল আলমকে ফুলেল মালা পরিয়ে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে তাঁহার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এসময় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মহিউদ্দিন, ওমর ফারুক, জাহেদ, মান্নান, রুকন, সৌরভ, রিফাত, মিজবা, শরীফ, বাবুল, রুপন, রনধীর, শ্রীধন, সাইমুন, সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X