রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম
ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার
expand
ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দাউদকান্দি উপজেলার টামটা গ্রামের মো. সাদ্দাম হোসেন (৩২), কুমিল্লা কোতোয়ালি থানার আলেখারচর এলাকার মো. সুমন (৩০), বুড়িচং উপজেলার মো. নজরুল ইসলাম দুলাল (২৮), ফেনী সদর উপজেলার রামপুর গ্রামের মো. সোলেমান ওরফে রুবেল (৩৫), নোয়াখালীর কবিরহাট এলাকার ফকির আহমেদ ওরফে আলাউদ্দিন (৫৫), লক্ষ্মীপুরের রায়পুর থানার চর আবাবিল গ্রামের মামুনুর রশিদ সোহাগ (৩৫) এবং ভোলার চরফ্যাশন উপজেলার বজলু বাজার গ্রামের মো. শাহীন (২৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ আশপাশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিলেন।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাজার এলাকায় ১৪ থেকে ১৫ জনের একটি আন্তঃজেলা ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ডিবির উপপরিদর্শক (এসআই) পবিত্র সরকার, এসআই তৌকিক হোসেন ও এসআই অর্ণব কুমার সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন। অভিযানের সময় ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড বারবোর কার্তুজ, একটি লোহার কাটার, একটি লোহার হাইড্রোলিক কাটার, কাঠের বাটযুক্ত একটি লোহার ধামা, একটি লোহার ছেনি, একটি লোহার দা এবং দুটি ছুরি উদ্ধার করা হয়।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁদের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। দলের পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X