শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে বন্ধের দাবিতে প্রধান শিক্ষক বরাবর আবেদন কিশোরীর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ পিএম
মানচিত্রে ফরিদগঞ্জ
expand
মানচিত্রে ফরিদগঞ্জ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সপ্তম শ্রেণীর এক কিশোরী তার নিজস্ব বিয়ে বন্ধ করার জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ শর্মা বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার এবং থানার অফিসার ইনচার্জকে অবহিত করেছেন।

মেয়ের মা (প্রবাসীর স্ত্রী) জানিয়েছেন, পারিবারিকভাবে বিয়ে সংক্রান্ত প্রস্তুতি চলছিল, তবে কোনো নির্দিষ্ট দিন ঠিক করা হয়নি। কিশোরীর সাহসী উদ্যোগের কারণে পরিবার সিদ্ধান্ত নিয়েছে, মেয়ের বিয়ে দেওয়া হবে না।

উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া শিক্ষার্থীর এ সাহসী পদক্ষেপের জন্য প্রশংসা জানিয়ে জানিয়েছেন, স্থানীয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন