বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮ এএম
উপজেলার ভেলুমিয়া বাজার
expand
উপজেলার ভেলুমিয়া বাজার

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া বাজারে গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঐ এলাকায় গণসংযোগ চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা পরবর্তীতে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

জামায়াত নেতাদের দাবি অনুযায়ী, বিএনপি কর্মীরা মিছিল নিয়ে এসে অতর্কিত হামলা চালায় এবং জামায়াত সমর্থিত ৩টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে পেশাগত দায়িত্ব পালনকালে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গিয়ে ৫ জন সাংবাদিক বিএনপি কর্মীদের বাধার মুখে পড়েন।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুইজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে: মো. আবুল বাসার (জামায়াত কর্মী) আশিক ইলাহি (জামায়াত কর্মী)

মো. কামাল হোসাইন (আমির, উপজেলা জামায়াত): "বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে আমাদের কর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে।"

ইউনুস খান কমান্ডার (সভাপতি, ভেলুমিয়া ইউনিয়ন বিএনপি): তিনি জামায়াতের পক্ষ থেকে করা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন। পুলিশের বক্তব্য: ভোলা সদর মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি; অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X