

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশালের বন কর্মকর্তা মো. কবির হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে ১৭ নারীকে বিয়ে করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা তাকে নারী নির্যাতনকারী এবং দুর্নীতিপরায়ণ কর্মকর্তা হিসেবে উল্লেখ করেছেন।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) অভিযুক্ত কর্মকর্তার দপ্তরের সামনে ওই নারীরা এবং তাদের আত্মীয় পরিজনরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
একজন ভুক্তভোগী নারী জানান, ২০১৮ সাল থেকে তিনি দেখেছেন কর্মকর্তার বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক। তিনি নিজেকে অবিবাহিত দাবি করে ভুক্তভোগীর সঙ্গে বিয়ে করেছেন এবং যৌতুক গ্রহণ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, যৌতুক নিয়ে কথা বললে তিনি মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। ভুক্তভোগী নারী বলেন, “সদ্য সংসার বাঁচানোর জন্য চুপ থেকেছি, পরে জানলাম তিনি একাধিক বিয়ে করেছেন। তার শাস্তি চাই।”
ভুক্তভোগী নারী বলেন, কবির হোসেন পাটোয়ারী একের পর এক বিয়ে করে যৌতুক নিয়েছেন এবং পরে বিয়ে বিচ্ছেদ করে দিয়েছেন।
প্রতিবাদ করলে তিনি শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। ভুক্তভোগীর পরিবার এই কর্মকর্তা শাস্তি পাবেন, সেই দাবিতে বিক্ষোভে অংশ নিয়েছেন।
সেইদিন বন সংরক্ষকের কার্যালয়ে পরিদর্শনে উপস্থিত হন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের জয়েন সেক্রেটারি সাইদুর রহমান। তবে তিনি বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
অভিযুক্ত কর্মকর্তা কোনো বক্তব্য দিতে চাইলে আইনজীবীর মাধ্যমে কথা বলার নির্দেশ দেন। পরে তার আইনজীবী অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু জানান, বিষয়টি নিয়ে উচ্চ আদালতে রিট করা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে, তার কোনোটি সত্য নয়। আইন অনুযায়ী বিষয়টি মোকাবিলা করা হবে।
মন্তব্য করুন

