সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এনপিবি নিউজে খবর প্রকাশ, প্রাণ ফিরে পেল মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধ
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ এএম
বাবুগঞ্জ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ
expand
বাবুগঞ্জ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ

অবশেষে প্রাণ ফিরে পেল বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় বিমানবন্দর সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভটি। কোন কাজে আসছে না মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মৃতি জাগরুক করে রাখতে ৩৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত বাবুগঞ্জ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ।

অবহেলা আর অযত্নে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে স্মৃতিস্তম্ভটি। এ সংক্রান্ত সংবাদ এনপিবি নিউজ ১১ ডিসেম্বর প্রকাশ হলে নজরে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার।

শুক্রবার (১২) ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার উপস্থিতিতে দ্রুত পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে স্মৃতিস্তম্ভে আঁকড়ে থাকা ঝোপঝাড় আর ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা বলেন,মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ আমরা যেভাবে রক্ষণাবেক্ষণ করি। সেই ভাবে সচেতন নাগরিক হিসেবে সবার উচিত এই স্থানটিকে সংরক্ষণ করা।

বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে এখানে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্যও ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সংবাদ প্রকাশের পর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের আশেপাশে পরিষ্কার হওয়ায় বাবুগঞ্জের সচেতন নাগরিক সমাজও ও মুক্তিযোদ্ধারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা প্রশাসন ও এনপিবি নিউজের প্রতি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X