

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায় সক্রিয় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ‘কুখ্যাত’ সেলিম ও তার সহযোগী জয়নালকে গ্রেফতার করেছে সুধারাম থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নম্বর প্লেটবিহীন ক্যাভার্ড ভ্যান, দেশীয় অস্ত্র এবং আধুনিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন। তিনি জানান, একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে কুমিল্লা জেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে ডাকাত সর্দার সেলিমকে গ্রেফতার করে পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালীর আন্ডারচর এলাকা থেকে অপর সহযোগী জয়নালকে গ্রেফতার করা হয়।
এ সময় পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত নাম্বার প্লেট বিহীন ১টি ক্যাভার্ড ভ্যান, ২টি ধারালো দা ও ১টি বড় কাটার (তালা বা গ্রিল কাটার জন্য), ১টি বড় অক্সিজেন সিলিন্ডার ও ১ কেজি ওজনের মোটা রশি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা এই ক্যাভার্ড ভ্যানটি ব্যবহার করে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও চাঁদপুরসহ বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছিল। উল্লেখ্য যে, গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে তারা নোয়াখালীর সুধারাম থানাধীন ২০নং আন্ডারচর ইউনিয়নের ‘খান এগ্রো ফার্মে’ এই একই গাড়ি ব্যবহার করে ডাকাতি সংঘটন করার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত ডাকাত সর্দার মো: সেলিমের (৩৬) বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র মামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে। মামলাগুলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম (সিএমপি), গাজীপুর, চাঁদপুর এবং নোয়াখালীর বিভিন্ন থানায় দায়ের করা।অপর ডাকাত মো: জয়নাল আবেদীনের (৪৫) বিরুদ্ধেও প্রতারণা ও হুমকির অভিযোগে মামলা রয়েছে।
সুধারাম থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন
