

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ডে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে পৌরসভার পূর্বলাচ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে এ গায়েবানা জানাজার আয়োজন করা হয়। যারা সরাসরি ঢাকায় অনুষ্ঠিত জানাজায় অংশগ্রহণ করতে পারেননি, তাদের উদ্যোগেই মরহুমার রুহের মাগফিরাত কামনায় এ কর্মসূচি পালন করা হয়।
গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন রায়পুর পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাঈনুদ্দিন ভূঁইয়া, সাবেক সভাপতি শহিদ উল্লাহ, বিএনপি নেতা মিছির হাজারী, যুবদল নেতা আরিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া মসজিদের মুসল্লি ও স্থানীয় এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন।
জানাজা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত মুসল্লিরা মরহুমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
গত ২৩ নভেম্বর সর্বশেষ দফায় হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চললেও সব প্রচেষ্টা ব্যর্থ করে তিনি চিরবিদায় নেন।
বুধবার ঢাকার গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় তাঁর মরদেহ নেওয়া হলে সেখানে স্বজন ও দলীয় নেতাকর্মীরা শেষবারের মতো শ্রদ্ধা জানান। পরে গুলশান থেকে মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হয়, যেখানে বেলা তিনটার দিকে রাষ্ট্রীয় ও দলীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হয়েছে।
মন্তব্য করুন
