মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে মনোনয়নপত্র না নেওয়ার অভিযোগ, রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অনাস্থা

যশোর প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম
সংবাদ সম্মেলন করেছেন গণ অধিকার পরিষদের প্রার্থী জেসিনা মুর্শীদ
expand
সংবাদ সম্মেলন করেছেন গণ অধিকার পরিষদের প্রার্থী জেসিনা মুর্শীদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৪ ও ৬ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ না করার অভিযোগে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছে গণ অধিকার পরিষদ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) যশোর প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যশোর-৬ আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী জেসিনা মুর্শীদ।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ২৯ ডিসেম্বর নির্ধারিত সময়ের অনেক আগেই তারা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিতে অপেক্ষা করছিলেন। এ সময় অন্যান্য বৃহৎ রাজনৈতিক দলের মনোনয়ন গ্রহণ করা হলেও বিকেল ৫টা ৪০ মিনিটে এসে তাদের মনোনয়ন গ্রহণ করা হবে না বলে জানানো হয়। অথচ রিটার্নিং কর্মকর্তা নিজেই স্বীকার করেছেন, বিকেল ৫টা ৩৫ মিনিট পর্যন্ত মনোনয়ন গ্রহণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত দরখাস্ত জমা দিতে চাইলে তিনি তা গ্রহণ না করে অফিস ত্যাগ করেন। পরে চাপের মুখে সংশ্লিষ্টরা দরখাস্ত গ্রহণ করতে বাধ্য হন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী ও জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম গাজী, যশোর-৪ আসনের জেএসডি প্রার্থী আবু মুসা, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ যশোর জেলা শাখার সভাপতি মো. হুমায়ুন কবির মুরাদ ও সাধারণ সম্পাদক তারেক হোসেন।

সংবাদ সম্মেলন থেকে বক্তারা দাবি করেন, এ ধরনের আচরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। তারা রিটার্নিং কর্মকর্তার ওপর আস্থা হারানোর কথা জানিয়ে বিষয়টির নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X