মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে ২ পিস্তল ও ২৪ রাউন্ড গুলিসহ মিয়া কসাই গ্রেপ্তার

গাজীপুর সিটি প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম
মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই  নামে এক  অস্ত্রধারীকে গ্রেপ্তার
expand
মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই  নামে এক  অস্ত্রধারীকে গ্রেপ্তার

গাজীপুরের গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলিসহ মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই নামে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,গেল রাতে গাজীপুরের গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​গাছা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মনিরুজ্জামান-এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ খাইলকুর এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। সেখানে ভাড়াটিয়া মোসলেম উদ্দিনের রুমে তল্লাশি চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃত মোসলেম উদ্দিন মিয়া বরিশাল। তার বিরুদ্ধে ঢাকাতে দুটি মাদক ও অস্ত্র মামলা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X