রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে এনসিপি-ছাত্রশক্তির ৭ নেতাকর্মীকে অপহরণের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নোয়াখালীর মাইজদী এলাকা থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রশক্তির ৭ জন নেতাকর্মীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ গণমাধ্যমের কাছে এ অভিযোগ করেন।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে আবদুল হান্নান মাসউদ জানান, হাতিয়া উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক নেয়ামত উল্লাহ নীরব, সুখচর ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হাফেজ মোহাম্মদ ফরিদ উদ্দিন এবং হরণি ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আকতার উদ্দিনসহ জাগলার চরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত আলাউদ্দিনের বাবা, স্ত্রী ও দুই সন্তান মোট ৭ জন মাইজদীতে আদালতে মামলা দায়েরের উদ্দেশ্যে আসছিলেন।

তাদের মধ্যে ৩-৪ জন হাতিয়া থানায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। মাইজদীর কাছাকাছি পৌঁছালে সাদা পোশাকে পুলিশ পরিচয় দিয়ে অজ্ঞাত ব্যক্তিরা তাদের তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন হান্নান মাসউদ।

তিনি আরও বলেন, “ঘটনার পর আমরা পুলিশ, ডিবি ও র‍্যাবের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু কেউ এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। আমরা আশঙ্কা করছি, কোনো দস্যু বাহিনী তাদের অপহরণ করেছে কিনা।”

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন এবং র‍্যাব-১১ (সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, এ ঘটনা সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।

উল্লেখ্য, হাতিয়ার জাগলার চরে চর দখল নিয়ে সাম্প্রতিক সংঘর্ষে আলাউদ্দিনসহ একাধিক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপহৃতদের সন্ধান ও নিরাপদ উদ্ধারের দাবি জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X