

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষ উদ্যাপন ও পুনর্মিলনী উৎসবের শেষ দিনে বহিরাগতদের হামলায় দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস (নগর বাউল)-এর নির্ধারিত কনসার্ট বাতিল করা হয়েছে।
শুরু থেকে দুই দিনব্যাপী আয়োজন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে চললেও শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে অনুষ্ঠানের সমাপনী পর্বে এসে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
জেমসের পরিবেশনা শুরুর ঠিক আগমুহূর্তে বহিরাগতদের একটি অংশ জোরপূর্বক অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করলে আয়োজক কমিটির সঙ্গে তাদের সংঘর্ষ হয়। একপর্যায়ে বহিরাগতরা ইট-পাটকেল নিক্ষেপ করলে পুরো অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
জানা গেছে, সমাপনী দিনে জিলা স্কুল চত্বরে নগর বাউলের সংগীত পরিবেশনার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের পাশাপাশি বহিরাগত দর্শকদের জন্য বাইরে থেকে অনুষ্ঠান উপভোগের ব্যবস্থা রাখা হয়েছিল। তবে শুরু থেকেই কিছু বহিরাগত স্কুলের ভেতরে প্রবেশ করে সরাসরি অনুষ্ঠান দেখার দাবি জানিয়ে আসছিলেন।
শুক্রবার রাতে তারা জোরপূর্বক ভেতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা ইট-পাটকেল ছুড়ে অনুষ্ঠানস্থল দখলের চেষ্টা করে। শিক্ষার্থী ও আয়োজক কমিটির সদস্যরা প্রতিরোধ গড়ে তুললে একপর্যায়ে বিক্ষুব্ধরা সরে যেতে বাধ্য হয়।
পরিস্থিতির অবনতি ঘটতে পারে, এমন আশঙ্কায় রাত ১০টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশে আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মুস্তাফিজুর রহমান শামীম জেমসের অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেন।
এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থীসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
এদিকে ঘটনার সময় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, অনুষ্ঠানস্থলের অদূরেই জেলা পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয় থাকা সত্ত্বেও বহিরাগতদের হামলার ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে স্থানীয়দের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রচার ও মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক রাজীবুল হাসান খান বলেন, “জেমসের অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি ছিল। শুরু থেকে সবকিছু সুন্দরভাবেই চলছিল। কিন্তু শেষ দিনে বহিরাগতদের হামলার কারণে জেলা প্রশাসনের নির্দেশে অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয়েছি।”
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা ও বর্ষপূর্তি পতাকা উত্তোলন, সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, শপথবাক্য পাঠ এবং ব্যানার-ফেস্টুন ও ঘোড়ার গাড়িসহ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষ উদ্যাপন ও পুনর্মিলনীর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। শুক্রবার রাতে র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জেমসের সংগীত পরিবেশনার মাধ্যমে দুই দিনব্যাপী এ আয়োজন শেষ হওয়ার কথা ছিল।
ব্রিটিশ ভারতের সরকারি উদ্যোগে ১৮৪০ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর জিলা স্কুল দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি। দীর্ঘ ১৮৫ বছরের পথচলায় শিক্ষা, সংস্কৃতি, আন্দোলন ও সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আজও এ অঞ্চলের অন্যতম সেরা বিদ্যালয় হিসেবে স্বকীয় মর্যাদা বজায় রেখেছে।
মন্তব্য করুন
