শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ইউপি চেয়ারম্যান আবু তাহের গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম
নিষিদ্ধ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু তাহের (৬০)
expand
নিষিদ্ধ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু তাহের (৬০)

কুমিল্লার বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু তাহের (৬০)–কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

ডিবি পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে কুমিল্লা সদর উপজেলার আড়াইওরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আবু তাহের বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়নের বাসিন্দা এবং মৃত আব্দুল মজিদের ছেলে।

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আবু তাহেরের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা রয়েছে। গ্রেপ্তারের পর শনিবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X