

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল আদর্শ যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত কেদারখীল এলাকায় আয়োজিত এ বিশেষ চিকিৎসা ক্যাম্পে মোট ৩০ জন শিশুকে সার্জিক্যাল পদ্ধতিতে সুন্নতে খৎনা এবং প্রায় ৩৫০ জন মানুষকে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়।
চিকিৎসা ক্যাম্পে সুন্নতে খৎনা (ছেলে শিশুদের), সাধারণ রোগের চিকিৎসা, রক্ত পরীক্ষা (ব্লাড গ্রুপিং), ডায়াবেটিস চেকআপসহ প্রয়োজনীয় বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এতে এলাকার দরিদ্র ও অসহায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেদারখীল আদর্শ যুব কল্যাণ সংস্থার সভাপতি মইনুদ্দিন ভূঁইয়া মহিন। এছাড়া চিকিৎসক হিসেবে সেবা দেন ডা. মো. শাহনেওয়াজ সোহেল, ডা. মোহাম্মদ আমান উল্লাহ, ডা. নাজমুল হাসান আসিফ ও ডা. নুরপাশা ও নুরুল আফসার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার সদস্য দিদারুল আলম, ইসমাইল হোসেন, শহিদুল ইসলাম, রেজাউল করিম, মোহাম্মদ আব্দুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
