শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় আলোচিত সেই ইউপি চেয়ারম্যান আশরাফুল আটক

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম
আশরাফুল ইসলাম (৩৭)
expand
আশরাফুল ইসলাম (৩৭)

গত দ্বাদশ জাতীয় সংসদ ও উপজেলা পরিষদের নিবাচনে ভোটকেন্দ্রের ভেতরে মুঠোফোন নিয়ে ব্যালটে সিল মেরে ছবি তুলে ফেসবুকে পোস্ট করা আলোচনায় আসা যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলামকে (৩৭) আটক করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে আশরাফুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ।

এর আগে শুক্রবার দিবাগত রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের কাজীগছ এলাকায় তার নিজবাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ৷

জানা গেছে,আটক আশরাফুল ইসলাম জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ।

পুলিশ জানায়,গতকাল শুক্রবার দিবাগত রাত ২ টায় তেঁতুলিয়া মডেল থানার একটি পুলিশের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া উপজেলার কাজীগছ এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।

পরে পরে তাকে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে এক ব্যবসায়ীর দায়ের হামলা ও ভাঙচুর মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়া জেলা কৃষকলীগের কার্যকরী সদস্য আশরাফ আলী (৪৪) নামে আরেক কৃষকলীগ নেতাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় তেঁতুলিয়া মডেল থানা।

এদিকে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,গতকাল দিবাগত রাতে আশরাফুল ইসলামসহ ২জনকে আটকের পর আজ শনিবার দুপুরে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X