রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পিটিআইয়ের সঙ্গে সংলাপে বসতে পারে সরকার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১১:০৪ এএম
পাকিস্তানের র্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিক। ছবি: সংগৃহীত
expand
পাকিস্তানের র্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিক। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সঙ্গে আলোচনায় বসার আগ্রহ দেখিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার। বুধবার (৭ জানুয়ারি) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদন অনুযায়ী, চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের লক্ষ্যে জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিককে সরকার ও পিটিআইয়ের মধ্যে সংলাপ এগিয়ে নিতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রাজনৈতিক উত্তেজনা প্রশমনের ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সংসদীয় সূত্র জানায়, স্পিকারের আহ্বানে সাড়া দিয়ে সরকার আলোচনায় বসতে রাজি হয়েছে। তবে শর্ত হিসেবে বলা হয়েছে, কেবল পিটিআইয়ের নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গেই আলোচনা হবে; দলের অনির্বাচিত নেতাদের সঙ্গে কোনো বৈঠক করার পরিকল্পনা নেই।

যদিও সরকার প্রস্তুত রয়েছে, এখন পর্যন্ত পিটিআইয়ের কোনো নেতা আনুষ্ঠানিকভাবে আলোচনার উদ্যোগ নিতে স্পিকারের দপ্তরে যোগাযোগ করেননি। বিরোধী দল সম্মতি দিলে স্পিকার দ্রুতই সংশ্লিষ্ট কমিটির বৈঠক ডাকার প্রস্তুতি রাখছেন বলে জানা গেছে।

খবরে আরও বলা হয়েছে, এর আগেও স্পিকার একাধিকবার পিটিআইকে আলোচনার আমন্ত্রণ জানিয়েছিলেন। তখনও দলটির পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি। সর্বশেষ স্পিকার পিটিআইকে সংসদের ভেতরেই আলোচনায় বসার বিকল্প প্রস্তাব দিয়েছেন।

এদিকে, গত মঙ্গলবার (৬ জানুয়ারি) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান। তিনি বলেন, পিটিআই কখনোই আলোচনার পথ বন্ধ করেনি। তবে দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ না দিলে আলোচনার অগ্রগতি কীভাবে সম্ভব—সে প্রশ্নও তোলেন তিনি।

গহর আলি খানের অভিযোগ, প্রতি সপ্তাহে তারা কারাগারে গেলেও এক মাসের বেশি সময় ধরে ইমরান খানের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না।

পিটিআই মহাসচিব ব্যারিস্টার সালমান আকরাম রাজা জানিয়েছেন, দলের প্রতিষ্ঠাতাকে বাদ দিয়ে কোনো সংলাপ ফলপ্রসূ হতে পারে না। একইসঙ্গে পিটিআই নেতা ব্যারিস্টার আলি জাফর সরকারের প্রতি আলোচনার উপযোগী পরিবেশ তৈরির আহ্বান জানান।

প্রায় দুই বছর ধরে চলা রাজনৈতিক টানাপোড়েনের পর ২০২৪ সালের ডিসেম্বরের শেষ দিকে সরকার ও পিটিআইয়ের মধ্যে সংলাপ শুরু হলেও তা বেশিদূর এগোয়নি। ২০২৩ সালের ৯ মে এবং ২০২৪ সালের ২৬ নভেম্বরের বিক্ষোভ তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন ও আটক নেতাকর্মীদের মুক্তির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্যে পৌঁছানো না যাওয়ায় আলোচনা স্থবির হয়ে পড়ে।

এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক সংলাপের দরজা খোলা রাখার আহ্বান জানালে শাহবাজ সরকার ফের পিটিআইকে আলোচনার প্রস্তাব দেয়। তবে একদিনের মধ্যেই পিটিআই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। দলটির নেতা আসাদ কায়সার তখন প্রশ্ন তুলেছিলেন, দমন-পীড়নের মধ্যেই সরকার কীভাবে সংলাপের কথা বলতে পারে।

পরবর্তীতে বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আবারও আলোচনার আহ্বান জানান, তবে শর্ত দেন যে সংলাপ হবে কেবল ‘বৈধ ইস্যু’ নিয়ে। এর জবাবে পিটিআই জানায়, তারা সরকারের সঙ্গে কোনো আলোচনায় যাবে না।

পিটিআইয়ের তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম বলেন, দলের এই অবস্থান ইমরান খানের নির্দেশ অনুযায়ী নেওয়া। এআরআই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইমরান খান স্পষ্টভাবে সরকারপক্ষের সঙ্গে সংলাপে না যাওয়ার নির্দেশ দিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X