শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাজা নিয়ে পোস্ট দেয়ায় উপস্থাপককে জরিমানা ও বরখাস্ত

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০০ পিএম
উপস্থাপক অ্যান্টোয়েনেট লাতুফ
expand
উপস্থাপক অ্যান্টোয়েনেট লাতুফ

২০২৩ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) তাদের ফিল-ইন রেডিও উপস্থাপক অ্যান্টোয়েনেট লাতুফকে রাজনৈতিক অবস্থান প্রকাশের অভিযোগে সম্প্রচার থেকে সরিয়ে দেয়। এ ঘটনা ঘিরে তীব্র সমালোচনা দেখা দেয় এবং সংস্থার স্বাধীনতা ও বৈচিত্র্যময় কর্মীদের প্রতি নীতির প্রশ্ন ওঠে।

লাতুফকে ইতোমধ্যেই ৭০ হাজার অস্ট্রেলিয়ান ডলার ক্ষতিপূরণ প্রদান করা হলেও বুধবার বিচারপতি ড্যারিল রাঙ্গিয়া এবিসিকে আরও অর্থদণ্ড প্রদানের নির্দেশ দেন।

তার ভাষায়, একটি লবি গ্রুপকে সন্তুষ্ট করার লক্ষ্যে এবিসি তাদের কর্মীর অধিকার বিসর্জন দিয়ে জনসাধারণকে হতাশ করেছে।

অ্যান্টোয়েনেট লাতুফ দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ান মিডিয়ায় কাজ করছেন এবং বর্ণবাদ, মিডিয়া বৈষম্য ও মানসিক স্বাস্থ্য নিয়ে সোচ্চার একজন কর্মী হিসেবেও পরিচিত। এবিসি রেডিও সিডনির মর্নিংস শো-তে তিনি এক সপ্তাহের জন্য চুক্তিবদ্ধ ছিলেন, কিন্তু মাত্র তিনটি শিফটের পরই তাকে দায়িত্ব ছাড়তে বলা হয়। এ সিদ্ধান্ত দ্রুত মিডিয়ায় ফাঁস হয়ে যায়।

ঘটনার কয়েক ঘণ্টা আগে লাতুফ হিউম্যান রাইটস ওয়াচের একটি পোস্ট শেয়ার করেছিলেন, যেখানে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের হাতিয়ার হিসেবে অনাহার ব্যবহারের অভিযোগ আনা হয়। ইসরাইল তা অস্বীকার করলেও আন্তর্জাতিক অপরাধ আদালত জানিয়েছে-এ অভিযোগ তদন্তযোগ্য এবং যুক্তিযুক্ত।

এবিসি আদালতে দাবি করে, লাতুফকে স্পষ্টভাবে জানানো হয়েছিল যুদ্ধবিষয়ক মন্তব্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করতে। তাই তার পোস্ট সংস্থার সম্পাদকীয় নীতির পরিপন্থী ছিল।

তবে বিচারপতি রাঙ্গিয়ার মতে, তাকে দায়িত্ব থেকে সরানোর পেছনে মূলত ইসরাইলপন্থি লবিস্টদের চাপই কাজ করেছে, আর সেই চাপের কাছে নতি স্বীকার করেই এবিসি ব্যবস্থাপনা তাকে বাদ দেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন