

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানী ঢাকায় তীব্র শীতের কারণে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। কনকনে ঠান্ডায় মানুষজনকে বিপাকে পড়েই দৈনন্দিন কাজকর্ম চালাতে হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, ঢাকায় এভাবে শীত বেড়ে যাওয়ার মূল কারণ হলো সূর্যের আলো কম পাওয়া এবং দিন–রাতের তাপমাত্রার পার্থক্য খুব কমে যাওয়া। ফলে শীতের অনুভূতি আরো বেশি হচ্ছে।
সকালের পূর্বাভাস অনুযায়ী ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস— অর্থাৎ পার্থক্য মাত্র ২ ডিগ্রি। এ কারণেই শীত বেশি অনুভূত হচ্ছে। তিনি আরও জানান, আগামী শুক্রবারের পর থেকে ধীরে ধীরে শীতের তীব্রতা কমতে পারে।
অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে। মাঝরাত থেকে সকাল পর্যন্ত অনেক এলাকায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত থাকতে পারে। এতে বিমান, নৌ ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন নাও হতে পারে এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতিও চলমান থাকতে পারে।
মন্তব্য করুন

