

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) দ্বাদশ আসরের প্রথম ম্যাচে সিলেট টাইটানসের বিপক্ষে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৮ উইকেটে জয় পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সিলেট ও রাজশাহী। টসে হেরে ব্যাট হাতে ঝড় শুরু করেছিলেন সিলেটের সাইম আইয়ুব।
তবে ২৮ রান করে বিনুরা ফার্নান্দোর বলে আউট হয়ে ফেরেন এই ওপেনার। ২০ রান করা হযরতউল্লাহ জাজাইকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন সন্দীপ লামিচানে। আরেক ওপেনার রনি তালুকদার লামিচানের বলে বোল্ড হওয়ার আগে খেলেন ৪১ রানের ইনিংস।
এরপর দলকে ভালো সংগ্রহের পথে নিয়ে যায় পারভেজ ইমন ও আফিফ ধ্রুব জুটি। শেষদিকে ৩৩ রান করে আফিফ রানআউটের শিকার হন। তবে ৩৩ বলে ৬৫ রানের ইনিংসে দলকে ১৯০ রানের পুঁজি এনে দেন পারভেজ ইমন।
জবাবে শুরুতেই খালেদ আহমেদের পেসে কাটা পড়েন ওপেনার তানজিদ তামিম। আরেক ওপেনার শাহিবজাদা ফেরেন ২০ রান করে। এরপর অভিজ্ঞ মুশফিকুর রহিমকে নিয়ে জুটি গড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনের ১৩০ রানের অবিচ্ছিন্ন জুটি ৮ উইকেটের জয় এনে দেয় রাজশাহীকে। ৬০ বলে ১০১ রানে অপরাজিত থাকেন শান্ত, আর ৩১ বল থেকে মুশফিকের ব্যাটে ৫১ রান আসে।
এরআগে, ডে লাইট ফায়ার ওয়ার্ক প্রদর্শনের পাশাপাশি ২৫ হাজার বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় বিপিএলের দ্বাদশ আসরের। বেলা দুইটায় এই আসরের উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং কোরআন তেলাওয়াত করা হয়। পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
মন্তব্য করুন

