বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ যে দল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ পিএম
বাংলাদেশ দল
expand
বাংলাদেশ দল

যুব এশিয়া কাপে টানা দুই জয়ে সেমিফাইনালে এক পা আগেই দিয়ে রেখেছিল বাংলাদেশ।

গ্রুপ পর্বে আফগানিস্তান ও নেপালকে হারিয়ে শেষ চারের পথ অনেকটাই নিশ্চিত করেছিল তারা।

পরে গ্রুপের আরেক ম্যাচে সোমবার (১৫ ডিসেম্বর) শ্রীলঙ্কার কাছে আফগানিস্তান হেরে যাওয়ায় সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়ে সেমি নিশ্চিত করে শ্রীলঙ্কা।

প্রথমে ব্যাট করে ২৩৫ রান করে আফগানিস্তান। জবাবে ৪৯ দশমিক ২ ওভারে ৮ উইকেটে ২৩৮ রান করে লঙ্কানরা।

বাংলাদেশের মতো ২ ম্যাচে ৪ পয়েন্ট শ্রীলঙ্কারও। তবে রান রেটে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে লঙ্কানরা। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৮ উইকেটে হারিয়েছিল তারা।

বুধবার (১৭ ডিসেম্বর) গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ওই ম্যাচের জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলতে নামবে।

বাংলাদেশ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হলে সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপের মুখোমুখি হবে।

আজ (১৬ ডিসেম্বর) পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচের জয়ী দলই সম্ভাব্য রানার্সআপ।

সবশেষ ম্যাচ জিতলে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হবে, অন্যথায় রানার্সআপ হিসেবে ভারতের সঙ্গে সেমিতে খেলবে বাংলাদেশ।

উল্লেখ্য, আগামী ১৯ ডিসেম্বর গড়াবে টুর্নামেন্টের দুই সেমিফাইনাল। এ ছাড়া ২১ ডিসেম্বর মাঠে গড়াবে ফাইনাল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X