বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দল থেকে বরখাস্ত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত স্ক‌টিশ এম‌পি ফয়সল চৌধুরী 

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৯:১৫ এএম
ফয়সল চৌধুরী
expand
ফয়সল চৌধুরী

স্কটিশ লেবার পার্টি বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য (এমএসপি) ফয়সল চৌধুরীকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে। তার বিরুদ্ধে "অগ্রহণযোগ্য আচরণের" অভিযোগ আনা হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি স্বাধীনভাবে পার্লামেন্টে দায়িত্ব পালন করতে পারবেন।

ফয়সল চৌধুরী ২০২১ সাল থেকে লোথিয়ান অঞ্চলের প্রতিনিধিত্ব করে আসছেন। তিনি এডিনবার্গ ও লোথিয়ানস আঞ্চলিক সমতা পরিষদের চেয়ারম্যান এবং এডিনবার্গ মেলার ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা পরিচালকদের একজন।

লেবার পার্টির এক মুখপাত্র জানান, প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হয় এবং দলের নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ তদন্ত শেষে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির এমপি কিরস্টি ব্ল্যাকম্যান লেবার নেতা আনাস সারওয়ারকে উদ্দেশ করে বলেন, কেন লেবার পার্টিকে আবারও এক এমএসপিকে সাময়িক বহিষ্কার করতে হলো, তা স্পষ্ট করতে হবে।

স্কটিশ কনজারভেটিভ ডেপুটি লিডার র‍্যাচেল হ্যামিল্টন মন্তব্য করেন, লেবার পার্টির সম্মেলনের ঠিক আগে এমন ঘটনা তাদের অভ্যন্তরীণ অস্থিরতার প্রমাণ। তার মতে, এ বিষয়ে লেবার পার্টির স্বচ্ছতা বজায় রাখা জরুরি।

লিভারপুলে দলীয় সম্মেলনে আনাস সারওয়ার জানান, দলের স্বাধীন অভিযোগ সংস্থা মনে করছে ফয়সল চৌধুরীর বিষয়ে যথেষ্ট তদন্ত প্রয়োজন। তাই তদন্ত চলাকালে তিনি বহিষ্কৃত থাকবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন