বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভিপির দিকে তেড়ে গেলেন ছাত্রদল সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম
ভিপির দিকে তেড়ে যান চবি শাখা ছাত্রদলের সভাপতি, তখন অন্যরা তাকে থামানোর চেষ্টা করেন
expand
ভিপির দিকে তেড়ে যান চবি শাখা ছাত্রদলের সভাপতি, তখন অন্যরা তাকে থামানোর চেষ্টা করেন

গতকালের পর আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

বিজয় দিবসের বক্তব্য চলাকালীন অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচিত ভিপি ইব্রাহিম হোসেন রনির দিকে তেড়ে আসতে দেখা যায় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন ও দলের কয়েকজন নেতাকর্মীকে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর পৌঁনে ১২টায় বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা চলাকালীন এ ঘটনা ঘটে।

এর আগে গত রবিবার বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপাচার্যের দপ্তরে আয়োজিত আলোচনা সভায় বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে বলতে গিয়ে চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম খান বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এ দেশকে আরেকটা দেশের করতরাজ্যে পরিণত করার জন্য বুদ্ধিজীবীদের ষড়যন্ত্রমূলক হত্যা করা হয়েছে।

পাকিস্তানি বাহিনী যখন দেশ থেকে পালানোর জন্য চেষ্টা করছিল, তখন তারা জীবিত থাকবে না মৃত থাকবে, সে বিষয়ে কোনো ফয়সালা হয়নি, ওই সময় পাকিস্তানি যোদ্ধারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করবে।

এটি আমি মনে করি রীতিমতো অবান্তর। এ হত্যাকান্ড একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ ছিল।

বক্তব্যের পরপরই ওইদিন রাতে বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রদল।

গতকাল উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা দেয় তারা। দীর্ঘ ৮ ঘন্টা তালাবদ্ধ থাকার পর রাত সাড়ে ৮টার দিকে তালা খুলে দেওয়া হয়।

মঙ্গলবার সকাল থেকেই বিজয় দিবস পালন করে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। পরে প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় ড. শামীম উদ্দিন খান উপস্থিত হলে উত্তেজনা শুরু হয়।

ইব্রাহিম হোসেন রনি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে লেখেন, চবির বিজয় দিবসের প্রোগ্রামে ছাত্রদলের উস্কানি ও হামলার চেষ্টা।

এ বিষয়ে জানতে ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনকে ফোন করা হলে তিনি সাড়া দেননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X