সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এক গ্রামেই ৩ এমপি প্রার্থী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার হাওরাঞ্চলের মোহনগঞ্জ উপজেলার একই গ্রামের তিনজন তিনটি ভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে দুজন নিজ এলাকার আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকার একটি আসনে।

প্রার্থীরা তিনজনই মোহনগঞ্জের ৪ নম্বর মাঘান সিয়াধার ইউনিয়নের মাঘান গ্রামের বাসিন্দা—অধ্যাপক আল হেলাল তালুকদার, অ্যাডভোকেট আব্দুল কাদির এবং হাফেজ ক্বারি মাওলানা লুৎফুর রহমান।

তথ্য অনুযায়ী, নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুড়ি) আসনে জামায়াতে ইসলামের দলীয় প্রার্থী হয়েছেন অধ্যাপক আল হেলাল তালুকদার, যিনি ময়মনসিংহ মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক। একই আসনে গণঅধিকার পরিষদ থেকে মনোনয়ন পেয়েছেন আলহাজ অ্যাডভোকেট আব্দুল কাদির, যিনি নেত্রকোনা জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। অন্যদিকে ঢাকা-৫ আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাফেজ ক্বারি মাওলানা লুৎফুর রহমান।

মাঘান গ্রামের বাসিন্দারা জানান, “আমাদের একই গ্রামের তিনজন জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন—এর মধ্যে দুজন আমাদের এলাকায়, এবং তাদের ভোটকেন্দ্রও একই স্থানে। অপরজন ঢাকায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।”

জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার বলেন, এটা জাতীয় নির্বাচন, যেকোনো দলের প্রার্থী হয়ে যে কেউ আসতে পারে এটা গণতান্ত্রিক অধিকার। একই গ্রামের তিনজন নয়, পাঁচজনও প্রার্থী হতে পারে এটা কোনো বিষয় না। আমি আমার দলের মনোনীত প্রার্থী হয়ে এসেছি, প্রচারণাও চালিয়ে যাচ্ছি। বিজয় আমাদের আসবে, ইনশাআল্লাহ।

গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল কাদির বলেন, একই গ্রামের তিনজন প্রার্থী এটা সমস্যা না। একজন ঢাকায় আর আমরা দুজন আছি একই এলাকায়। এতে আমি তেমন সমস্যা দেখছি না। আমাকে দল এখানে মনোনয়ন দিয়েছে। দেখা যাক কি হয়, তবে যেখানেই যাই ব্যাপক সাড়া পাচ্ছি। আমি আশাবাদী, জয়ী হব ইনশাআল্লাহ।

উল্লেখ্য, নেত্রকোনা-৪ মদন,মোহনগঞ্জ,খালিয়াজুড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মদন উপজেলার বাড়ি-ভাদেরা গ্রামের বাসিন্দা কারানির্যাতিত নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X