মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের শোক

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া
expand
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ফোরামের চেয়ারম্যান বিশিষ্ট ছড়াকার আবু সালেহ ও মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান বলেন, দেশনেত্রী ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। দেশ ও জাতির কল্যাণে তার বহুমুখী অবদান ইতিহাস স্বীকৃত। তিনি ছিলেন গণতন্ত্র ও গণমাধ্যম প্রিয়। বিভিন্ন সমস্যা, সংকটসহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার আপসহীন ভূমিকা ইতিহাস হয়ে থাকবে। জাতির ক্রান্তিকালে তার যখন খুব প্রয়োজন তখন তিনি চলে গেলেন না ফেরার দেশে। তার এই শূন্যতায় দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হবে।

শোক বার্তায় নেতৃদ্বয় দেশের জন্য দেশনেত্রীর সার্বিক অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আগামীকাল বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মরহুমার জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীতে দাফন করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X