

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতীয় জলসীমা অতিক্রমের অভিযোগে ফের আটক হলেন বাংলাদেশি জেলেরা। সর্বশেষ বুধবার (১৭ সেপ্টেম্বর) উপকূলরক্ষী বাহিনী ‘মায়ের দোয়া’ নামের একটি ট্রলারসহ ১৩ জন মৎস্যজীবীকে আটক করে। ট্রলারটিও জব্দ করা হয়েছে।
পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা ও ট্রলারটি দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তাদের আদালতে পাঠানো হবে। তবে উপকূলরক্ষী বাহিনী আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর মাত্র দুই দিন আগে, সোমবার (১৫ সেপ্টেম্বর) সুন্দরবনের ভারতীয় অংশ থেকে ১৯ জন বাংলাদেশি জেলে আটক হয়েছিলেন। তারা ভোলা জেলার পুরালিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
গত জুলাই মাসে বাংলাদেশের জলসীমায় ভারতীয় দুটি ট্রলার থেকে ৩৪ জন জেলে আটক করেছিল বাংলাদেশ নৌবাহিনী। এরপর থেকে দুই দেশের মধ্যে মৎস্যজীবী আটক নিয়ে কূটনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি।
মন্তব্য করুন

