মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণে জবি প্রশাসনের পরিবহন ব্যবস্থা 

জবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
expand
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে পরিবহন ব্যবস্থার আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ০০টার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মানিক মিয়া এভিনিউয়ের উদ্দেশ্যে গাড়ি ছেড়ে যাবে। এছাড়া আস-সুন্নাহ হল থেকে একটি ডাবল ডেকার গাড়ি যাত্রা করবে।

উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকাসহ সারা দেশ ও প্রবাসে নেমে আসে শোকের ছায়া। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ দেশের রাজনীতির প্রধান অভিভাবক ও জাতীয়, আপোষহীন দেশনেত্রী খ্যাত বেগম খালেদা জিয়ার বিদায়ে গভীর শোক প্রকাশ করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X