বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শাকসু নির্বাচনে 'দুর্বার সাস্টিয়ান ঐক্য' নামে শিবিরের প্যানেল ঘোষণা

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ পিএম
'দুর্বার সাস্টিয়ান ঐক্য' প্যানেল
expand
'দুর্বার সাস্টিয়ান ঐক্য' প্যানেল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনকে সামনে রেখে 'দুর্বার সাস্টিয়ান ঐক্য' প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

প্যানেলে ভিপি পদে লড়বেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হাসান শিশির ও জিএস পদে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মুজাহিদুল ইসলাম এবং এজিএস পদে রয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের মোহাম্মদ শাকিল।

রবিবার (৭ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে ২৩ সদস্য বিশিষ্ট প্যানেল ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজাদুর রহমান আজাদ।

এছাড়াও অন্যান্য পদে লড়তে প্যানেলে রয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্রী সংস্থা, ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সহযাত্রীরা।সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজাদুর রহমান আজাদ বলেন, যোগ্য প্রার্থী দিয়ে মাধ্যমে গঠিত ইনক্লুসিভ এই প্যানেলের নামকরণ করা হয়েছে ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য'।

অন্যান্য পদে শিবিরের প্রার্থী হয়েছেন—ক্রীড়া সম্পাদক মাহবুব হাসান অনু, সহ-ক্রীড়া সম্পাদক আহমেদ বিন কেফায়েত, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক তামিম রিজওয়ান, সাংস্কৃতিক সম্পাদক জাবের বিন আব্দুল খালেক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ইব্রাহিম বিন ইসলাম, ধর্ম ও সম্প্রতি বিষয়ক সম্পাদক আসিফ ভূইয়া, সমাজসেবা সম্পাদক আজাদ শিকদার, ছাত্রীবিষয়ক সম্পাদক আমিনা বেগম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আলী আব্বাস শাহীন, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক শামছুল শায়ান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সামাদ শান্ত, আন্তর্জাতিক সম্পাদক সাজ্জাদুর রহমান শিবলু, পরিবহন সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম সৌরভ, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক আসিফুর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক বোরহান উদ্দিন।

সদস্য হিসেবে রয়েছেন সুমাইয়া নাভা, আদিবা সালেহা, শুয়াইব চৌধুরী, মোস্তাফিজুর রহমান ও জামিলুর রেজা সৈকত।

প্রসঙ্গত, ২০ জানুয়ারি এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থী হতে ১০৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১১ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X