

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর শিক্ষার্থীদের বাসসেবায় প্রযুক্তিগত সুবিধা যুক্ত করতে পরীক্ষামূলকভাবে ‘সাস্ট বাস ট্র্যাকিং সিস্টেম’ শীর্ষক একটি ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী তাঁর সভাকক্ষে এ ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়া, আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, মহাবিদ্যালয় পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ ইউনুস আলী, অতিরিক্ত হিসাব পরিচালক মোঃ মুর্শেদ আহমেদ, পরিবহন দপ্তরের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার এমরান আহমেদ চৌধুরী, ভাইস চ্যান্সেলর মহোদয়ের সচিব ও অতিরিক্ত রেজিস্ট্রার ড. এ এফ এম সালাউদ্দিন এবং অতিরিক্ত হিসাব পরিচালক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম তালুকদার। অনুষ্ঠানে বাস ট্র্যাকিং সিস্টেমের উদ্ভাবক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০–২০২১ সেশনের শিক্ষার্থী সাইফুর রহমান ও তাঁর টিমের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা বাসের বর্তমান লাইভ লোকেশন, নির্ধারিত বাসস্টপেজ ও রুট সংক্রান্ত তথ্য তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন। পর্যায়ক্রমে এই সেবাকে আরও সহজলভ্য করতে ওয়েবসাইটের পাশাপাশি একটি মোবাইল অ্যাপও চালু করা হবে।
মন্তব্য করুন
