বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যেসব এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিল ডিএমপি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সুপ্রিম কোর্ট এলাকা জুড়ে সব ধরনের জনসমাগম যেমন সভা, সমাবেশ, মানববন্ধন, মিছিল ও গণজমায়েত অস্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে।

ডিএমপি জানায়, জনশৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে মঙ্গলবার (৯ ডিসেম্বর) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে নির্দেশ বাতিল না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬–এর ২৯ ধারা অনুযায়ী জারি করা বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি উল্লেখ করেছেন প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের বিভিন্ন গেট (প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট), আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রবেশদ্বার এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে কোনো ধরনের আন্দোলন বা জনসমাগম করা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিভিন্ন দাবি বা প্রতিবাদের নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্টদের আবারও অনুরোধ করা হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কর্মকর্তারা জানান, সাম্প্রতিক ঘটনাবলির কারণে সুপ্রিম কোর্ট এলাকাকে ঘিরে উত্তেজনা তৈরির আশঙ্কা থাকায় আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডিএমপি বলেছে, জনস্বার্থ ও নিরাপত্তার স্বার্থে এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X