সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় টায়ার জ্বালিয়ে যুবলীগের মশাল মিছিল

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ এএম
তফসিল বাতিলের দাবিতে উল্লাপাড়ায় যুবলীগের মশাল মিছিল
expand
তফসিল বাতিলের দাবিতে উল্লাপাড়ায় যুবলীগের মশাল মিছিল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ মহাসড়কে টায়ার জ্বালিয়ে মশাল মিছিল করে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদ জানিয়ে শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে বগুড়া নগরবাড়ী মহাসড়কের শ্যামলীপাড়া রাস্তায় টায়ার জ্বালিয়ে মশাল মিছিল করেছে যুবলীগের কয়েকজন সদস্য।

এসময় তাদের মুখে মাস্ক পড়া অবস্থায় মশাল হাতে স্লোগান দেয় অবৈধ তফসিল মানি না মানবো না, শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, শেখ হাসিনা আসছে বাংলাদেশ কাঁপছে। এই স্লোগান শেষে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, নিষিদ্ধ যুবলীগ মহাসড়কে টায়ার জ্বালিয়ে মশাল মিছিল করার সময় পুলিশ ঘটনাস্থলে গেলে সবাই পালিয়ে গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X