

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, অতীতের একনায়কতান্ত্রিক শাসনের পতন থেকে যদি শিক্ষা না নেওয়া হয়, তবে সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে শুধু ক্ষমতার জন্য সংগ্রাম করেনি। আমাদের লড়াই ছিল একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের জন্য, যাতে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পায়।”
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শাহজাহান আরও বলেন, সাম্প্রতিক কিছু নৃশংস ঘটনায় অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কার্যকর ও সাহসী ভূমিকা রাখতে হবে।
বিএনপি নেতার মতে, বিএনপি সবসময় নির্বাচনমুখী। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কারও কারও মধ্যে সময়ক্ষেপণের প্রবণতা দেখা যাচ্ছে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “কোনো ষড়যন্ত্রই নির্বাচনী প্রক্রিয়াকে বানচাল করতে পারবে না।”
সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য গোলাম হায়দায় এবং অ্যাডভোকেট আবদুর রহমান।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
