সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী প্রচারণার পোস্টার নিজেই তুলে ফেললেন ছাইফ উল্ল্যাহ 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ এএম
নির্বাচনী প্রচারণার পোস্টার নিজেই তুলে ফেললেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু
expand
নির্বাচনী প্রচারণার পোস্টার নিজেই তুলে ফেললেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধি মেনে চলার অংশ হিসেবে নিজের নির্বাচনী প্রচারণার পোস্টার নিজেই তুলে ফেললেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী শহরের বিভিন্ন এলাকায় ঘুরে নিজের নির্বাচনী প্রচারণার পোস্টার তুলে অপসারণ করেন তিনি।

জানা যায়, গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় নির্বাচন কমিশনার ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনে অংশ নেওয়া সম্ভাব্য প্রার্থীদের নিজ খরচে সব ধরনের আগাম প্রচার সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেন।

সেই প্রজ্ঞাপনের আলোকে শনিবার সকাল থেকে দিনব্যাপী ভালুকা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু নেতা-কর্মীদের নিয়ে শহরের বিভিন্ন এলাকায় লাগানো তার নির্বাচনী প্রচারণার পোস্টার-ব্যানার অপসারণ করেন।

এ সময় ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, কোনোভাবেই যেন এমন কিছু না করা হয়, যা আচরণবিধি লঙ্ঘনের শামিল। নির্বাচন কমিশনের আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশও দেন তিনি।

এ ব্যাপারে ভালুকা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শহিদুর রহমান শাহিন এনপিবি নিউজের প্রতিবেদককে জানান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের মনোনীত এমপি প্রার্থী জননেতা ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু সাহেবের নির্দেশে নির্বাচনী আচরণবিধিকে সম্মান জানিয়ে পোস্টার-ব্যানার অপসারণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ওই সেক্রেটারি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X