সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ধোবাউড়ায় গুচ্ছ গ্রামে এক শিশুর রহস্যজনক মৃত্যু

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান
expand
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান

ময়মনসিংহের ধোবাউড়ায় গুচ্ছ গ্রামে এক শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ গামারীতলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ গামারীতলা গ্রামের ময়না আক্তারের ১০ মাস বয়সী ছেলে মমিনুল শুক্রবার কয়েকবার পাতলা পায়খানা করে। এরপর হঠাৎ শিশুটির নড়াচড়া কমে গেলে মা ময়না আক্তার আশপাশের মানুষকে ডাকেন। পরে উপস্থিত লোকজন বুঝতে পারেন শিশুটি মারা গেছে। তবে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটিকে তার মা হত্যা করেছে বলে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে।

এ বিষয়ে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, “শিশুকে হত্যার মতো কোনো আঘাত বা সন্দেহজনক চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই প্রকৃত ঘটনা বলা যাবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X