সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্রসহ তিন নৌ–ডাকাত আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম
আটক ডাকাত
expand
আটক ডাকাত

মুন্সীগঞ্জের গজারিয়ায় দেশীয় অস্ত্রসহ তিন নৌ–ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা। গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে গজারিয়া উপজেলার গুয়াগাছি ইউনিয়নের শিমুলিয়া গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে তাঁদের আটক করা হয়। পরে খবর পেয়ে গজারিয়া থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের হেফাজতে নেয়।

স্থানীয়রা জানান, গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তিনজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২১টি কাটুজ, ৩টি রামদা, ২০টি ককটেল ও ৬টি পেট্রোল বোমা উদ্ধার করে জনতা।

আটক ব্যক্তিরা হলেন—চাঁদপুরের মতলব থানার হাঁপানিয়া গ্রামের জসিম বেপারীর ছেলে রাসেল (৩০), মুন্সীগঞ্জের গজারিয়া থানার বালুয়াকান্দি গ্রামের হানিফের ছেলে লোকমান (৩৫) এবং নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার আনোয়ার হোসেনের ছেলে আবু হানিফ (৪২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X