

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


“আত্মবিশ্বাসে আত্মরক্ষা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোকেয়া দিবস উপলক্ষে লালমনিরহাটে আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে।
বহ্নিশিখা গ্রীন ভয়েস লালমনিরহাট সরকারি কলেজ শাখার উদ্যোগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে লালমনিরহাট সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মশালার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহ্নিশিখা গ্রীন ভয়েস লালমনিরহাট সরকারি কলেজ শাখার সভাপতি তাফহিমা জেন্স। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ আবু ইমাম মোহাম্মদ রাশেদুন্নবী।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর সৈয়দা ফারহানা পারভীন।
বিশেষ অতিথি হিসেবে যোগ দেন গ্রীন ভয়েস সরকারি কলেজ শাখার উপদেষ্টা আরমান রহমান, গ্রীন ভয়েস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রেদোয়ান হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নারীদের আত্মবিশ্বাসী ও সচেতন করে তুলতে আত্মরক্ষার কৌশল জানা অত্যন্ত জরুরি। এমন প্রশিক্ষণ কর্মশালা নারীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সমাজে ইতিবাচক সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
মন্তব্য করুন
