

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রাইম ব্যাংকের উদ্যোগে উন্মুক্ত কৃষি ঋণের চেক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৩৪টি গ্রুপের ২৮৮ জন কৃষকের মাঝে মোট ৩ কোটি টাকার কৃষিঋণের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ডাকবাংলো মাঠ এই অনুষ্ঠান হয়েছে। কৃষকদের হাতে সরাসরি ঋণের চেক হস্তান্তর করেন ব্যাংক কর্তৃপক্ষ।
অনুষ্ঠান শেষে কৃষকদের সঙ্গে অতিথিরা স্মৃতিচারণমূলক ফটোসেশন করেন।
কর্মসূচিতে কৃষি উৎপাদন বৃদ্ধি, খামার ব্যবস্থাপনা উন্নয়ন এবং কৃষকদের আর্থিক শক্তিশালীকরণে প্রাইম ব্যাংকের কৃষিঋণ সহায়তার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। নিয়মিত ঋণ গ্রহণ ও কিস্তি পরিশোধে সাফল্যের স্বীকৃতিস্বরূপ ৫ জন কৃষককে ক্রেস্ট প্রদান করা হয়।
প্রাইম ব্যাংক সূত্রে জানা গেছে, সরকার ও বাংলাদেশ ব্যাংকের নীতিমালা এবং দীর্ঘ প্রচেষ্টার ফলে কৃষি খাতে ঋণ বিতরণ এখন আরও সহজ হয়েছে।
কৃষক পর্যায়ে সরাসরি ঋণ পৌঁছে দিতে ব্যাংকটি আবাদ, খামার ও নবান্ন নামে বিশেষ কৃষিঋণ সুবিধা চালু করেছে। পাশাপাশি আমদানি-নির্ভরতা কমাতে আমদানি বিকল্প ফসল উৎপাদনে কম সুদে সহজ শর্তে ঋণ প্রদান করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,এস ই ভি পি ও হেড অফ ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ,দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রন্ডি পোদ্দার,কৃষি প্রধান, শাহানা পারভীন,উত্তর বঙ্গের মহাপরিচালক, আব্দুল হালিম,শাখা ব্যবস্থাপক, জিয়াউল আমিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
