

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় অবস্থিত আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে এ আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী।
বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং জাতির মেধাবী সন্তানদের হত্যার মাধ্যমে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের নিন্দা জানান। তাঁরা শহীদদের আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
শহর শাখা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আ. ম. ম. আবদুল হক-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু নঈম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন সাবেক নায়েবে আমির অধ্যক্ষ মোসাদ্দেক আলী ভূঁইয়া,সহ শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
