সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে জামায়াত প্রার্থী মোসাদ্দেক আলী ভূইয়াকে সমর্থনে জনস্রোত

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম
জামায়াত প্রার্থী মোসাদ্দেক আলী ভূইয়া
expand
জামায়াত প্রার্থী মোসাদ্দেক আলী ভূইয়া

কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক আলী ভূঁইয়ার সমর্থনে অনুষ্ঠিত হয়েছ “মার্চ ফর দাঁড়িপাল্লা” কর্মসূচি।

হাজারো নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিতে বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে পুরো শহর রূপ নেয় এক উৎসবমুখর পরিবেশে।

ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বর থেকে কর্মসূচির যাত্রা শুরু হয়। প্রথমেই দলীয় নেতারা ব্যানার-ফেস্টুন নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ান, এরপর ধীরে ধীরে জমতে থাকে জনতার ঢল। বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, স্থানীয় জনগণ, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নিলে মিছিলটি পরিণত হয় বিশাল জনস্রোতে।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পথে পথে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং তাদের সমর্থন কামনা করেন প্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক আলী ভূইয়া। রাস্তার দুই পাশে আগত জনগণও স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান।

মিছিল শেষে পুরান থানা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় অধ্যক্ষ মোসাদ্দেক আলী ভূইয়া তার বক্তব্যে বলেন— আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে বলে আমি বিশ্বাস করি। যারা দেশে ফ্যাসিস্ট শাসনব্যবস্থা তৈরি করতে চায়, যারা সন্ত্রাস-নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়, যারা দুর্নীতি ও চাঁদাবাজির মাধ্যমে জনগণকে জিম্মি করে রেখেছে—তাদের ব্যালটের মাধ্যমে কঠিন জবাব দিতে হবে।

ধর্ম নিয়ে ব্যবসা করার অভিযোগের জবাবে তিনি বলেন—জামায়াতে ইসলামী কখনোই ধর্মকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করে না। জামায়াত ইসলামভিত্তিক এবং কোরআনভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে। বরং যারা নির্বাচনের সময় ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে কৃত্রিম পরিবেশ তৈরি করে, তারাই প্রকৃতপক্ষে ধর্মের নামে ব্যবসা করছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন— কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমীর আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, সদর উপজেলা আমির মাওলানা নজরুল ইসলাম ও অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X