

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যশোরে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে রায়পাড়া শংকরপুর বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।
সকাল সাড়ে ৮টা থেকে একে একে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এবং পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে দেশ গড়ার শপথ পাঠ করেন যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন
