সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নওয়াপাড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক নিহত

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম
মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়
expand
মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়

যশোর সদর উপজেলার নওয়াপাড়ার পাগলাদাহ গ্রামে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে শহিদ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পাগলাদাহ এলাকার রহমানের দোকানের মোড় নামক স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শহিদ পাগলাদাহ গ্রামের বাসিন্দা ও বছিরের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির সামনে একই গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে শহিদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত অবস্থায় শহিদের বাবা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের অভিযোগ, একই গ্রামের পিয়াস (২৪), আলিফ (১৮), ইরান (২৪) ও রিয়াজ (২৫) এ হত্যাকাণ্ডে জড়িত। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ জানান, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে আলামত সংগ্রহ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X