সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে টাকা ছিনতাই

টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ এএম
আহত বিকাশকর্মী আরিফ (২৭)
expand
আহত বিকাশকর্মী আরিফ (২৭)

গাজীপুরের টঙ্গীতে আরিফ (২৭) নামে এক বিকাশকর্মীকে গুলি করে ১৪ লাখ ৭৭ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজাদ নামে আরও এক বিকাশকর্মী আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় টঙ্গী পূর্ব থানাধীন আনারকলি রোড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থল পরিদর্শন করে।

আহত আজাদ জানান, তারা টঙ্গী বিসিক ফকির মার্কেট এলাকার বিভিন্ন এজেন্টের কাছ থেকে ১৪ লাখ ৭৭ হাজার টাকা সংগ্রহ করে টঙ্গী বাজারের সেনা কল্যাণ ভবনের অফিসে ফিরছিলেন।

পথিমধ্যে আনারকলি রোডে ডা. নাজিম উদ্দীন মার্কেটের পাশের একটি গলিতে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তাদের পথরোধ করে।

এ সময় ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা অস্ত্র দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে আরিফের বুকে ও পেটে গুলি লাগে। ছিনতাই ঠেকাতে গেলে আজাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। এরপর ছিনতাইকারীরা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ আরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এঘটনায় টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X