সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

‎দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম
মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়
expand
মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়

‎দিনাজপুরের বীরগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে দানিউল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত দানিউল ইসলাম উপজেলার সাতোর ইউনিয়নের আরাজি চৌপুকুরিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার আরজি চৌপুকুরিয়া জিন্দাপীর মেলা সংলগ্ন এলাকায় তার শয়ন ঘর থেকে রক্তাক্ত গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত দানিউল ইসলাম, তার ছেলে সামিল ও স্ত্রী পপি দিনাজপুর শহরে থাকেন। তিনি মাঝে মাঝে গ্রামের বাড়িতে এসে দু'এক দিন রাত্রি যাপন করেন।

গত শুক্রবার তিনি গ্রামের বাড়িতে আসেন। রাতে খাওয়া দাওয়া শেষে তিনি তার শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন।শনিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে কাজের লোক রফিকুল ইসলাম দানিউল ইসলামের বাড়িতে এসে শয়ন কক্ষের বিছানায় রক্তাক্ত দেহ দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X