বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক এমপি শাওনের স্ত্রীর বিরুদ্ধে মামলার অনুমোদন

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম
সাবেক এমপি শাওনের স্ত্রী
expand
সাবেক এমপি শাওনের স্ত্রী

ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ২ কোটি ২০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে কমিশন এই মামলার অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

সম্পদের হিসাব ও গরমিল দুদকের অনুসন্ধান প্রতিবেদন অনুযায়ী, ফারজানা চৌধুরীর নামে মোট ২ কোটি ৯৬ লাখ ২৮ হাজার ৫৬২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এর বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে ২ কোটি ২৭ লাখ ৭৫ হাজার ৩৯৫ টাকা। তবে পারিবারিক ও অন্যান্য ব্যয় বাবদ তার খরচ হয়েছে ১ কোটি ৫২ লাখ ৮ হাজার ৫২৬ টাকা। এই ব্যয় বাদ দেওয়ার পর তার নিট গ্রহণযোগ্য আয় দাঁড়ায় ৭৫ লাখ ৬৬ হাজার ৮৬৯ টাকা।

দুদকের হিসাব বলছে, ফারজানা চৌধুরীর আয়ের সঙ্গে সঙ্গতিহীন বা অবৈধ সম্পদের পরিমাণ ২ কোটি ২০ লাখ ৬১ হাজার ৬৯৩ টাকা।

সম্পদ বিবরণী দাখিলে ব্যর্থতা দুদক জানায়, ফারজানা চৌধুরীর নামে ও বেনামে আরও সম্পদ থাকার সম্ভাবনা থাকায় তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়েছিল। গত ২০ জুলাই তার ঠিকানায় নোটিশটি জারি করা হয়। তবে তিনি নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি এবং সময় বাড়ানোর জন্য কোনো আবেদনও করেননি।

দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করা একটি শাস্তিযোগ্য অপরাধ।

মামলার সিদ্ধান্ত সম্পদ বিবরণী দাখিল না করা এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ফারজানা চৌধুরীর বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় এই মামলা দায়ের করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X