

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, উন্নয়ন অগ্রগতির ও সুশাসনের জন্য সৎ নেতৃত্বের বিকল্প নেই। অথচ সমাজের মানুষ লোভ, ভয় ও স্বার্থের কারণে সম্পৃক্ততার নির্বাচনের যোগ্যতা দিন দিন হারিয়ে ফেলছে।
তিনি বলেন, দেশে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলিম হলেও কুরআনের শাসন কায়েম হয়নি। যদি শাসকদের ভিতর আল্লাহর ভয় থাকতো, তবে এত অন্যায়, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি হতো না। কুরআনের আইন প্রতিষ্ঠা করতে ইসলামপন্থীদের সংসদে পাঠাতে হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে খুলনা-৫ আসনের রঘুনাথপুর ইউনিয়নের দেড়–লী কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সহযোগী নারী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, আল্লাহর রাসূল (সা.) যেমন মদিনায় ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন, কুরআন ও সুন্নাহর ভিত্তিতে তেমন একটি কল্যাণ রাষ্ট্র গড়তে হলে আমাদেরও ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, বর্তমান তরুণ প্রজন্ম মেধাভিত্তিক, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব চায়। জামায়াতে ইসলামী সেই কাঙ্ক্ষিত নেতৃত্ব দিতে সক্ষম। তাই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে এগিয়ে আসুন।
রঘুনাথপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আনিসুর রহমান ফারাজীর সভাপতিত্বে ও সেক্রেটারি আসাদুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন খুলনা জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্লা, উপজেলা নায়েবে আমীর গাজী সাইফুল্লাহ ও মাওলানা হাবিবুর রহমান, উপজেলা হিন্দু কমিটির সভাপতি ডা. হরিদাস মন্ডল, সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডল, উপজেলা সেক্রেটারি মাস্টার আব্দুর রশীদ বিশ্বাস, উপজেলা কর্মপরিষদ সদস্য আমানুল্লাহ হালদার, মাওলানা ফয়েজ উদ্দিন প্রমুখ।
মন্তব্য করুন
