মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইটনায় আগুন নেভাতে গিয়ে দগ্ধ কিশোরের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮ পিএম
নিহত অয়ন
expand
নিহত অয়ন

কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি বাজারে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হওয়া অয়ন (১০) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত অয়ন জয়সিদ্ধি গ্রামের বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অয়নের দুলাভাই ও জয়সিদ্ধি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার (২৮ ডিসেম্বর) রাতে ইটনা উপজেলার জয়সিদ্ধি বাজারে হাসান মিয়া নামের এক ব্যবসায়ীর সারের দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইটনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।

আগুন নেভাতে এগিয়ে গিয়ে গুরুতর দগ্ধ হয় কিশোর অয়ন। তার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয় বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় কিশোর অয়নের মৃত্যু হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X